ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নবীনগরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
নবীনগরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫০

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।

শনিবার (১৯ আগস্ট) উপজেলার হাজীরহাটি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, উপজেলার বাইশমৌজা এলাকার থানাকান্দি এলাকার কাউছার মোল্লা ও সাদঘর এলাকার কাউছার মাস্টারের সঙ্গে হাজীরহাটি এলাকার শাহজাহান মেম্বারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

এর জের ধরে সকালে উভয়পক্ষের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় থানাকান্দি, সাতঘর হাটি, হাজীর হাটি ও গৌরগ্রামের লোকজন সংঘর্ষে অংশ নেয়। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নাজির আহমেদ বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ