ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধের পুনঃনির্মাণ কাজ দ্রুত শেষ হবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধের পুনঃনির্মাণ কাজ দ্রুত শেষ হবে বাঁধ পরিদর্শনকালে আনিসুল ইসলাম মাহমুদ-ছবি-বাংলানিউজ

কুড়িগ্রাম: আগামী এক সপ্তাহের মধ্যে বন্যায় ভেঙে যাওয়া বাঁধের পুনঃনির্মাণ কাজ শুরু হবে। যত দ্রুত সম্ভব এই কাজ শেষ করা হবে। বাঁধ সংরক্ষণ শুধুমাত্র পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) একার পক্ষে সম্ভব নয়। স্থানীয় জনগণ এবং বাঁধে আশ্রিতদেরও এ ব্যাপারে সচেতন হতে হবে। 

শনিবার (১৯ আগস্ট) দুপুরে কুড়িগ্রামের ধরলা ও ব্রহ্মপুত্র অববাহিকার ক্ষতিগ্রস্ত তীররক্ষা বিভিন্ন বাঁধ পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

তিনি বলেন, আগামীতে পাউবোর সব পরিকল্পনা গ্রহণ করার ক্ষেত্রে জেলা সমন্বয় সভার মতামতকে গুরুত্ব দেওয়া হবে।

এতে জনগণের মতামত প্রতিফলিত হবে।  

মন্ত্রী বলেন, আগমী শীত মৌসুমের শুরুতে যেসব স্থানে নতুন করে বাঁধের প্রয়োজন সেখানে বাঁধ নির্মাণ ও যেসব নদী খননের প্রয়োজন তারও কাজ শুরু হবে।

পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন-প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বীর প্রতীক, পাউবো’র প্রধান প্রকৌশলী আজিজ মোহম্মদ চৌধুরী, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আলী, কুড়িগ্রাম পাউবো নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।