ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

তিনঘণ্টা পর অপহৃত শিশু উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
তিনঘণ্টা পর অপহৃত শিশু উদ্ধার মায়ের কোলে অপহৃত শিশু হামিম/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: কুমিল্লার মেঘনা উপজেলায় অপহরণের তিনঘণ্টা পর হামিম নামে প্লে-গ্রুপের এক ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ।

হামিম উপজেলার মাইলস্টোন কিন্ডারগার্টেনের ছাত্র।

শনিবার (১৯ আগস্ট) দুপুর ১২ টায় উপজেলার ভাটেরচর বাসস্ট্যান্ড থেকে তাকে উদ্ধার করা হয়।

তবে অপহরণকারী নারীকে পাওয়া যায়নি।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সামসুদ্দিন বাংলানিউজকে বলেন, সকাল ৯ টার দিকে ওই স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে হামিমকে অপহরণ করে বোরকা পরিহিত এক নারী। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে পুলিশের কয়েকটি দল শিশুটিকে উদ্ধারে প্রচেষ্টা চালায়।

এমন সময় ভাটেরচর এলাকায় সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশিরত মেঘনা থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর ও মকবুল স্থানীদের কাছে জানতে পারেন বাসস্ট্যাণ্ডে একটি বাচ্চাকে ঘুরতে দেখেছেন। পরে বাসস্ট্যান্ডে থেকে শিশুটিকে উদ্ধার করে সাড়ে ১২ টার দিকে থানায় নিয়ে আসেন তারা। এসময় অপহরণকারীকে পাওয়া যায়নি।

পরে শিশুটিকে তার মা আয়েশা বেগমের হাতে তুলে দেওয়া হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

শিশুটির মা আয়েশা বেগম জানান, ছেলে এখন আমার কোলে। আমি এখনও থানায় আছি, পুলিশ উদ্ধার করে আমার সন্তান ফিরিয়ে দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।