ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নান্দাইলে হত্যা মামলায় ৩ আসামির রিমান্ডের আবেদন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
নান্দাইলে হত্যা মামলায় ৩ আসামির রিমান্ডের আবেদন

ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইলে অটোরিকশা চালক সোহেল মিয়া (২৬) হত্যা মামলায় গ্রেফতারকৃত তিন আসামির সাতদিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ।

শনিবার (১৯ আগস্ট) ময়মনসিংহ আদালতে তাদের এ রিমান্ডের আবেদন জানায় পুলিশ।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী বাংলানিউজকে জানান, পূর্ব শত্রুতার জের ধরে গত ১৫ আগস্ট সন্ধ্যায় উপজেলার রাজগাতি ইউনিয়নের কাশিনগর কাটাখালি এলাকার সোহেলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

পরদিন স্থানীয় রাজগাতি দক্ষিণপাড়া এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় সোহেলের মা বাদী হয়ে চার জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় প্রথমে এজাহারভুক্ত আসামি আশরাফ উদ্দিন (৬৫) ও শুক্রবার (১৮ আগস্ট) রাতে আসাদ মিয়া (২৮) ও আলামিনকে (২৭) গ্রেফতার করা হয়।

ওসি জানান, তাদের তিনজনকে শনিবার দুপুরে ময়মনসিংহ আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। তবে আদালত এখনো রিমান্ড মঞ্জুর করেনি।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
এমএএএম/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।