ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বন্যার পানিতে ভেজা খড় শুকানো নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
বন্যার পানিতে ভেজা খড় শুকানো নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৭

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বন্যার পানিতে ভিজে যাওয়া খড় শুকানোকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন।

আহতরা হলেন- একরামুল হক (৩৮), তহমিনা বেগম (৩৫), শহিদুল ইসলাম (৩২), রানু বেগম (২৫), আব্দুল মজিদ (৫৫), রোকেয়া বেগম (৪৫) ও মানিক মিয়া (২২)।

শনিবার (১৯ আগস্ট) উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্ব ধনিরাম গেটের বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পরে দুপুরে স্থানীয়রা গুরুতর আহত একরামুল হক, শহিদুল ইসলাম ও আব্দুল মজিদকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বড়ভিটা ইউনিয়নের পূর্ব ধনিরাম গ্রামের আবুল কাশেমের ছেলে একরামুল হক তার আপন চাচা আব্দুল মজিদের বাহির উঠানে বন্যার পানিতে ভিজে যাওয়া খড় শুকাতে গেলে আব্দুল মজিদ বাধা দেন। এ নিয়ে চাচা ভাতিজার মধ্যে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের পরিবারের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্তম কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বাংলানিউজকে জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ