ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বগুড়ায় কৃষক লীগের উদ্যোগে মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
বগুড়ায় কৃষক লীগের উদ্যোগে মানববন্ধন বগুড়ায় কৃষক লীগের উদ্যোগে মানববন্ধন, ছবি: আরিফ জাহান

বগুড়া: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও সব খুনিদের ফাঁসি কার্যকর এবং ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচারের দাবিতে বগুড়ায় মানববন্ধন হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলা কৃষক লীগের উদ্যোগে শহরের সাতমাথায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জেলা কৃষক লীগের সভাপতি আলমগীর বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জুর পরিচালনায় কর্মসূচিতে প্রধার অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর সব খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি অবিলম্বে খুনিদের ফাঁসি কার্যকর করতে হবে।

আ.লীগ নেতা মমতাজ উদ্দিন বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার পর অনেক সময় পেরিয়ে গেছে। কিন্তু বিচারের কাজ এখনও সম্পন্ন হয়নি। এই বিচার দ্রুত শেষ করে রায় কার্যকর করতে হবে।

এছাড়া কর্মসূচিতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, সহ-সভাপতি টিএম মূসা পেস্তা, যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মঞ্জু, অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু, কেন্দ্রীয় কৃষক লীগ নেতা ইমারত আলী প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
এমবিএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।