ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশাল অস্ত্র-গুলিসহ ২ অস্ত্র ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
বরিশাল অস্ত্র-গুলিসহ ২ অস্ত্র ব্যবসায়ী আটক বরিশাল অস্ত্র-গুলিসহ ২ অস্ত্র ব্যবসায়ী আটক

বরিশাল: বরিশালের কাউনিয়া থানাধীন বাটনা এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় পাইপগান ও চার রাউন্ড গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮) এর সদস্যরা।

আটকরা হলেন- ওই এলাকার  মৃত আ. জব্বার খাঁনের ছেলে আক্তারুজ্জামান খান (৪৮) ও মৃত সফর আলী হাওলাদারের ছেলে রেজাউল করিম (৪২)।

শনিবার (১৯ আগস্ট) সকালে এ অভিযানের নেতৃত্বে থাকা র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মেজর সোহেল রানা প্রিন্স বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার (‌১৮ আগস্ট) দিবাগত রাতে ওই অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-৮ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটকদের মধ্যে আক্তারুজ্জামানের নামে মারামারি মামলা ও রেজাউল করিমের নামে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে তারা বড় ধরনের নাশকতার বা অপরাধ সংঘটনের জন্য এ অস্ত্র মজুদ করেছে।

এ ঘটনায় র‌্যাব-৮ বরিশাল সিপিএসসি’র ডিএডি মো. সৈয়দুজ্জামান বাদী হয়ে বরিশাল কাউনিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad