ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

তিস্তার বাম তীরে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
তিস্তার বাম তীরে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন তিস্তার বাম তীরে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

লালমনিরহাট: লালমনিরহাটের হাতিবান্ধায় তিস্তা নদীর বাম তীরে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় গণ-কমিটি।

শনিবার (১৯ আগস্ট) সকাল ১১টার দিকে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ থেকে তিস্তা সড়ক সেতু পর্যন্ত তিস্তা নদীর বাম তীরে বাঁধ নির্মাণের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

হাতিবান্ধা উপজেলা মেডিকেল মোড়ে এ মানববন্ধনে অংশ নেন তিস্তার ভাঙনের শিকার হাজারো মানুষ।

মানববন্ধনে বক্তব্য রাখেন-মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড’র আহ্বায়ক রোকনুজ্জামান সোহেল, হাতিবান্ধা প্রেসক্লাব সম্পাদক নুরল হক, ইঞ্জিনিয়ার শাহজাদ ফেরদৌস বাবু, অ্যাডভোকেট নাসিরুল ইসলাম প্রবাল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মশিউর রহমান মামুন, কৃষকলীগ সম্পাদক রুমন, সাংবাদিক আসাদুজ্জামান সাজু, যুবদল নেতা হাসানুজ্জামান জুয়েল, যুবলীগ নেতা সেলিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, ১৯ আগস্ট, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।