ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাগেরহাটে কৃষকদের মধ্যে গাছের চারা বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
বাগেরহাটে কৃষকদের মধ্যে গাছের চারা বিতরণ বাগেরহাটে কৃষকদের মধ্যে গাছের চারা বিতরণ

বাগেরহাট: বাগেরহাটে কৃষকদের মধ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার (১৯ আগস্ট) সকাল ১১টায় শহরের হাড়িখালী বালুর মাঠে কৃষকদের মধ্যে এ চারা বিতরণ করা হয়।

পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৃক্ষ রোপণে কৃষকদের উদ্বুদ্ধ করতে ব্যবসায়ী সাবিল গ্রুপের পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়।

প্রধান অতিথি হিসেবে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাগেরহাট সদর আসনের সংসদ সদস্য মীর শওকত আলী বাদশা, অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম, সাবিল গ্রুপের চেয়ারম্যান মাওলানা মো. আনিসুর রহমান।

এসময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাবিল গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এম এ মান্নান তালুকদার।

অধ্যাপক মোজাফফর হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবিল গ্রুপের পরিচালক অধ্যক্ষ হাফেজ
মাওলানা মো. রুহুল আমিন, সাবিল কৃষি উন্নয়ন প্রকল্পের কৃষি প্রকল্প কর্মকতা শেখ বদরুজ্জামান, প্রকৌশলী জুলফিকর আলী, প্রেসক্লাবের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।

এসময় বাগেরহাট জেলার ৪শ’ কৃষককে দুই হাজার ফলের চারা বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, ১৯ আগস্ট, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।