ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নওগাঁয় ট্রাক খাদে পড়ে নিহত ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
নওগাঁয় ট্রাক খাদে পড়ে নিহত ৬ নওগাঁয় ট্রাক খাদে পড়া ট্রাক- ছবি: বাংলানিউজ

নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলার দেলুয়াবাড়ী বাজার এলাকায় বাঁশবোঝাই একটি ট্রাক খাদে পড়ে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন।

শনিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রাজশাহী জেলার বাঘমারা উপজেলার মারিয়া গ্রামের দলিল উদ্দিনের ছেলে আশরাব আলী (৪৫) ও একই গ্রামের লাল মোহনের ছেলে আব্দুল মান্নান (৪৪), একই উপজেলার হরিপুর গ্রামের সাহেব আলী (৪৫), নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা গ্রামের দীপেন চন্দ্র (৪০), নওগাঁ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের দেলোয়ার হোসেন (৪৮) ও জয়পুরহাটের সদর উপজেলার জামালপুর গ্রামের আমিনুর রহমান (৫০)।

 

আহতরা হলেন, বাঘমারা উপজেলার হরিপুর গ্রামের আইয়ুব আলী ও নওগাঁ সদর উপজেলার কীর্ত্তিপুর গ্রামের সুশান্ত কুমার।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বাংলানিউজকে জানান, জয়পুরহাট জেলার হিলি থেকে বাঁশবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ভ-১১-৯৭৪৪) রাজশাহী যাচ্ছিল। পথে উপজেলার দেলুয়াবাড়ী বাজার এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশাকে ওভারটেক করতে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়।

ওসি আরো জানান, মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, ১৯ আগস্ট, ২০১৭/আপডেট:১১০৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad