ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভোলার মনপুরার জেলে অপহরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
ভোলার মনপুরার জেলে অপহরণ

ভোলা: ভোলার মনপুরার মেঘনায় ফের হামলা চালিয়েছে জলদস্যুরা। এ সময় তারা এক জেলেকে অপহরণ করে নিয়ে গেছে।

শুক্রবার (১৮ আগস্ট) দিবাগত রাতে মেঘনার জাগলার চর সংলগ্ন এলাকায় নিক্সন (১৮) নামে ওই জেলে অপহৃত হন। তিনি উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের বাসিন্দা।

 

অপহরণের ঘটনার সত্যতা নিশ্চিত করেন উপজেলা চেয়ারম্যান মিসেস শেলিনা আকতার চৌধুরী।  

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো নিক্সনসহ অন্যান্য জেলেরা মেঘনার জাগলার চর সংলগ্ন মেঘনায় ইলিশ শিকার করছিলেন। এ সময় হাতিয়ার একদল জলদস্যু জেলে ট্রলারে হামলা চালিয়ে জেলেদের বেধড়ক মারধর করে। এক পর্যায়ে অস্ত্রের মুখে জিম্মি করে নিক্সনকে অপহরণ করে নিয়ে যায়।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মনির জানান, জেলে ট্রলারে হামলা ও অপহরণের ঘটনা জানার পর পুলিশের একটি টিম জাগলার চরে অপহৃত জেলেকে উদ্ধারে অভিযান পরিচালনা করছে।

বাংলাদেশ সময়: ০৭৪৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
এএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।