ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কালীগঞ্জে ৪টি পদ্ম গোখরা সাপ ও ৭২টি ডিম উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
কালীগঞ্জে ৪টি পদ্ম গোখরা সাপ ও ৭২টি ডিম উদ্ধার

সাতক্ষীরা: সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার একটি পুকুরের সিঁড়ির নিচ থেকে বিশাল আকৃতির চারটি পদ্ম গোখরা সাপ ধরেছেন সাপুড়েরা। এ সময় একই স্থান থেকে ৭২টি ডিম পাওয়া গেছে।

শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী গ্রামের সৈয়দ আকরাম আলীর বাড়ির পুকুরের সিঁড়ির নিচ থেকে সাপগুলি ধরা হয়।  

সৈয়দ আকরাম আলী বাংলানিউজকে বলেন, বাড়ির পুকুরের সিঁড়ির তলায় সাপ দেখতে পেয়ে উপজেলার মাদকাটি গ্রামের সাপুড়ে আমজাদ হোসেন ও খুব্দীপুর গ্রামের সাপুড়ে আব্দুল জলিলকে খবর দেই।

 

পরে সাপুড়েরা এসে সিঁড়ির নিচের গর্ত থেকে বিশাল আকৃতির চারটি পদ্ম গোখরা সাপ ধরেন। এ সময় একই স্থান থেকে ৭২টি ডিমও উদ্ধার করা হয়েছে। সাপগুলো সাপুড়েরা নিয়ে গেছে বলেও জানান আকরাম আলী।

বাংলাদেশ সময়: ০৫১০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad