ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

উ‌দ্বোধন হলো সুন্দরবন-১১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
উ‌দ্বোধন হলো সুন্দরবন-১১ উদ্বোধন হলো এমভি সুন্দরবন-১১ লঞ্চ

ব‌রিশাল: আধুনিকায়নের কাজ শেষে নবরূপে বরিশাল-ঢাকা নৌ রুটে যাত্রা শুরু করতে যাচ্ছে সুন্দরবন নেভিগেশন কোম্পানির বিলাসবহুল লঞ্চ এমভি সুন্দরবন-১১। 

বর্ধিত ও আধুনিক হয়ে সুন্দরবন-৭ থেকে সুন্দরবন-১১ নামে পরিচিতি পাওয়া লঞ্চটির উদ্বোধন হয়েছে শুক্রবার (আগস্ট ১৮)।  

আগামী ২৩ আগস্ট থেকেই বরিশাল-ঢাকা নৌ রুটের লিফট এবং সিসিইউ সুবিধা সম্বলিত লঞ্চটিতে যাত্রী পরিবহন শুরু হবে।

 

শুক্রবার বিকেলে বরিশাল নৌ-বন্দরে লঞ্চটির উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।  

উদ্বোধনী অনুষ্ঠানে সুন্দরবন-১১ সহ কোম্পানি কর্তৃপক্ষের উত্তরোত্তর সাফল্য এবং সমৃদ্ধি কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করেন শরশীনার পীর মো. মহিবুল্লাহ।  

এ সময় বিশিষ্ট ব্যক্তিবর্গের মাঝে উপস্থিত ছিলেন- বরিশাল নৌ পুলিশের অতি‌রিক্তি পুলিশ সুপার মো. মোতালেব হোসেন, বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরী, বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সহ বিভিন্ন স্তরের অতিথিবৃন্দ এবং সুন্দরবন নেভিগেশন কোম্পানির কর্মকর্তারা।

উদ্বোধনের পর অতিথিদের লঞ্চটিতে চড়িয়ে কীর্তনখোলা নদীতে কিছুক্ষণ ঘুরিয়ে দেখান সুন্দরবন কর্তৃপক্ষ।

বাংলা‌দেশ সময়: ২১৪৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
এমএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।