ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভারসাম্যহীন নদী ব্যবস্থাপনার পরিণাম বন্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
ভারসাম্যহীন নদী ব্যবস্থাপনার পরিণাম বন্যা ফাইল ফটো

ঢাকা: টানা বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা পানিতে  বাংলাদেশের ৩০টি জেলা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার ৯২ শতাংশ পানিই আসে বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত নদীর উজানের অববাহিকা থেকে। আর এসব নদ-নদীর ভারসাম্যহীন ব্যবস্থাপনার কারণেই তলিয়ে গেছে বাংলাদেশের বিভিন্ন জেলা। 

শুক্রবার (১৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি (আইএফসি) এ দাবি করেছে।  

সংবাদ সম্মেলনে জানানো হয়, টেকসই ও সমন্বিত ব্যবস্থাপনার অভাবে গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর অববাহিকার নিম্নাঞ্চল শুষ্ক মৌসুমে পানির স্বল্পতা এবং বর্ষায় বন্যা দেখা দেয়।

নদীগুলোর উজানের অববাহিকায় যাচ্ছেতাই বাঁধ নির্মাণের ফলে উপমহাদেশের অনেক নদী মরতে বসেছে।  

‘বাংলাদেশের গঙ্গাবিধৌত অঞ্চলেই ৩০টি নদীর অকাল মৃত্যু ঘটেছে। শুকনা মৌসুমে এই নদীগুলোতে কোনো প্রবাহ থাকে না। অন্যদিকে বড় নদীগুলোর পানির পর্যাপ্ত না পাবার ফলে নাব্যতা হারাচ্ছে। নতুন নতুন চর ভেসে উঠায় বর্ষায় যথেষ্ট পানি সাগরে বয়ে নিতে পারছে না। আবার বর্ষাকালে যখন পানির চাপ বেশি তখন হঠাৎ করেই অতিরিক্ত পানি প্রবাহে বাধা না থাকায় পানি নদীর তীর উপছিয়ে বন্যা হচ্ছে। ’

এ দুর্ভোগ থেকে রক্ষার জন্যে দুই দেশের মধ্যে নদী ব্যবস্থাপনায় ভারসাম্য আনার দাবি জানিয়েছে সংগঠনটি।  

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
এমএএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।