ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুষ্টিয়ায় কলেজছাত্রকে অপহরণ, মুক্তিপণ দাবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
কুষ্টিয়ায় কলেজছাত্রকে অপহরণ, মুক্তিপণ দাবি

কুষ্টিয়া: কুষ্টিয়ায় সাগর সাহা (১৯) নামে এক কলেজছাত্রকে অপহরণ করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা।

সাগর কুষ্টিয়ার সদর উপজেলার হরিনারায়ণপুর এলাকার প্রদীপ কুমার সাহার ছেলে এবং খাতের আলী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।

এ ঘটনায় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় বৃহস্পতিবার (১৭ আগস্ট) একটি মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, বুধবার (১৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার হরিনারায়ণপুর বাজার থেকে সাগর নামে ওই কলেজছাত্রকে অপহরণ করে নিয়ে যায় অপহরণকারীরা।

বৃহস্পতিবার সকালে সাগরের ব্যবহৃত মোবাইল ০১৯৯৪ ১৯৭২৩২ থেকে তিনবার অপহরণকারীরা ফোন দিয়ে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।

এদিকে সাগরের বাবা প্রদীপ ঘটনার পরের দিন বৃহস্পতিবার ইবি থানায় বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে অপহরণ মামলা দায়ের করেছেন।

তবে এ ঘটনায় দু’দিন অতিবাহিত হলেও অপহৃত সাগরের কোনও সন্ধান পাওয়া যায়নি।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বাংলানিউজকে জানান, অপহরণের ঘটনায় থানায় মামলা হয়েছে। অপহৃত কলেজছাত্রকে উদ্ধারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। খুব শিগগিরই অপহৃত সাগরকে উদ্ধার করা সম্ভব হবে।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।