ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রূপগঞ্জে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
রূপগঞ্জে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার আট দিন পর নবীর হোসেন (৪৬) নামে এক ফল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার টেকনোয়াদ্দা এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নবীর হোসেন উপজেলার বাড়িয়াছনি এলাকার মৃত কিসমত আলীর ছেলে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বাংলানিউজকে জানান, ১০ আগস্ট রাত ৮টার দিকে নবীর হোসেন নিখোঁজ হন। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে তার স্ত্রী শাহানারা বেগম রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

শুক্রবার সন্ধ্যায় টেকনোয়াদ্দা এলাকার একটি ডোবায় নবীর হোসেনের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি।

তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা নবীর হোসেনকে হত্যা করে মরদেহটি ডোবায় ফেলে রেখে গেছে।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
টিএ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।