ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেলকুচিতে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
বেলকুচিতে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ বেলকুচিতে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুরে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন ঢাকা জেলার সাভার উপজেলার হেমায়েতপুর তেঁতুলধরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শিল্পপতি জামাল উদ্দিন সরকার।

শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে রাজাপুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় তিন হাজার দুর্গত মানুষের মধ্যে এ ত্রাণ বিতরণ করেন তিনি।

মিডিয়ার মাধ্যমে বন্যা কবলিত মানুষের কষ্টের কথা জেনে তিনি নিজে দুর্গতদের মধ্যে শুকনা খাবার বিতরণ করেন।

শুকনা খাবারের মধ্যে ছিল চিড়া, চিনি, বিস্কুট ও স্যালাইন।

ত্রাণ বিতরণকালে তার এ সঙ্গে উপস্থিত ছিলেন-আমান উল্লাহ সরকার, মো. শাওন সরকার, রাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, সমাজসেবক মুক্তিযোদ্ধা শামসুল হক, আল মাহমুদ, হাজী আলাউদ্দিন, রহিজ উদ্দিন, ওফিল উদ্দিন প্রমুখ।

শিল্পপতি জামাল উদ্দিন বলেন, বন্যায় যমুনা পাড়ের দুর্গত মানুষের কথা শুনে আমি কষ্ট পেয়েছি। এ কারণেই ত্রাণ হিসেবে সামান্য কিছু শুকনা খাবার এনেছি। বন্যা কবলিত এলাকায় এসে এসব মানুষের দুরবস্থা দেখে অত্যন্ত খারাপ লাগছে। এসব মানুষের মধ্যে ত্রাণ তৎপরতা অব্যাহত রাখা প্রয়োজন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ১৮ আগস্ট, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।