ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ব্যস্ত সড়কে হাতির চাঁদাবাজি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
ব্যস্ত সড়কে হাতির চাঁদাবাজি রাজধানীর ব্যস্ত সড়কে হাতি নিয়ে চাঁদাবাজি

ঢাকা: হাতির রাজত্ব। তবে তা কোন সার্কাস, প্রদর্শনী কিংবা জঙ্গলে নয়। রাজধানীর ব্যস্ত সড়কে হাতি দিয়ে করা হচ্ছে চাঁদাবাজি। ক্ষমতার দাপটই প্রকাশ পাচ্ছে হাতির মাহুতের আচরণে।

হাতি দিয়ে মাহুতদের এই চাঁদাবাজি থেকে নিস্তার নেই পথযাত্রীদের। আবার হাতির কারণে সৃষ্টি হচ্ছে যানজটও।

পথচারীদের কেউ কেউ হাতির আতঙ্কে আতঙ্কিত, আবার হাতির কারণে সৃষ্ট কৃত্রিম যানজটে ভোগান্তিরও শিকার হচ্ছেন কেউ কেউ।   

রাজধানীর ব্যস্ততম মিরপুর কালশী রোডে সম্প্রতি হাতির এমন চাঁদাবাজির চিত্র ক্যামেরাবন্দি করা হয়েছে।

রাজধানীতে হাতি নিয়ে চাঁদাবাজি প্রাইভেট কারের সামনে শুঁড় উঁচিয়ে আছে হাতি। চালকের সাথে চলছে দর কষাকষি। মন ভরছে না হাতিওয়ালার। হাতির হামলার হুমকি বারবারই দেখা যাচ্ছে।

রাজধানীর ব্যস্ত সড়কে হাতি নিয়ে চাঁদাবাজি চাঁদাবাজি নিয়ে বাকবিতণ্ডার সময় আতঙ্কিত সাধারণ মানুষও।

রাজধানীর ব্যস্ত সড়কে হাতি নিয়ে চাঁদাবাজি হাতি দিয়ে চাঁদাবাজির সময় থমকে আছে গাড়ির চাকা। পথচারীদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে বিশালাকৃতির হাতিটি।

রাজধানীর ব্যস্ত সড়কে হাতি নিয়ে চাঁদাবাজি রেহাই পাচ্ছে না গণমাধ্যমের গাড়িও। একটি বেসরকারি টেলিভিশনের গাড়িকেও আটকে চাঁদা আদায় করা হচ্ছে।  

রাজধানীর ব্যস্ত সড়কে হাতি নিয়ে চাঁদাবাজি চাহিদামত টাকা দিলে মাহুতের ইশরারায় মেলে গন্তব্যে যাওয়ার সম্মতি। এক চালককে টাকা দিয়ে উদ্ধার হয়ে এভাবেই সামনের দিকে যাওয়ার দৃশ্য দেখা যাচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।