ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বন্যার্তদের পুনর্বাসনসহ ত্রাণ অব্যাহত থাকবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
বন্যার্তদের পুনর্বাসনসহ ত্রাণ অব্যাহত থাকবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: বন্যার্তদের পুনর্বাসন করা হবে উল্লেখ করে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেছেন, বন্যা যতদিন থাকবে ত্রাণ সামগ্রী ততদিন বিতরণ করা হবে।

শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণকালে একথা বলেন তিনি।

এসময় ডেপুটি স্পিকার বলেন, শেখ হাসিনা বন্যা দুর্গতদের জন্য ত্রাণ পাঠিয়েছেন।

এছাড়া এলাকায় যতদিন বন্যা থাকবে ততদিন ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।

ফুলছড়ি উপজেলার উড়িয়া ও এরেণ্ডাবাড়ি ইউনিয়নের বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন ডেপুটি স্পিকার। এসময় তিনি দুর্গত দুই হাজার পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী হিসেবে চাল, ডাল ও চিড়া বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন- ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল হালিম টলস্টয় প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।