ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সোনাইমুড়িতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য ঈদ উপহার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
সোনাইমুড়িতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য ঈদ উপহার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: ঈদুল আজহা উপলক্ষে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার ১২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষক-শিক্ষিকাকে উপহার দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত উদ্যোগে এ ঈদ উপহার দেয়া হয়।

শুক্রবার (১৮ আগস্ট) দুপুর ১২টায় সোনাইমুড়ি উপজেলা পরিষদের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন মিলনায়তনে জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষক-শিক্ষিকার হাতে এ ঈদ উপহার তুলে দেন।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাইমুড়ি উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ফয়সাল।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষকরা একটি মহান পেশায় নিয়োজিত। শিক্ষিত মা, শিক্ষিত জাতি, শেখ হাসিনার এইতো রীতি। শিক্ষকরাই আগামী প্রজন্মকে শিক্ষিত করবেন। তাই শিক্ষকদের সম্মান জানাতে আমার এ ঈদ উপহার।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ফ ম বাবুল, আওয়ামী লীগ নেতা ভিপি বাহার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লুবনা মরিয়ম সুবর্ণা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী আনোয়ার, সহকারী শিক্ষা কর্মকর্তা ফয়সাল আমিন, রওশন ফেরদৌস প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad