ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

নবীনগরে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
নবীনগরে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৮ অাগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো-উপজেলার বাশারুক গ্রামের মাজেদ মিয়ার ছেলে জোনাইদ (৩) ও মেয়ে মারিয়া (৫) এবং নারায়ণপুর গ্রামের শামসুল অালম খোকনের ছেলে রায়হান (৪)।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে খাওয়ার পর বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে যায় জুনাইদ ও মারিয়া। খেলতে খেলতে জুনাইদ হঠাৎ পুকুরে পড়ে গেলে মারিয়া তাকে উদ্ধার করতে যায়। এ সময় তারা দু’জনই পানিতে তলিয়ে যায়। টের পেয়ে পরিবারের লোকজন পুকুর থেকে তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে চিকিৎসক শিশু দু’টিকে মৃত ঘোষণা করেন।

এদিকে, সম্প্রতি উপজেলার সীতারামপুর গ্রামে পরিবারের সঙ্গে নানা বাড়ি বেড়াতে আসে রায়হান। শুক্রবার দুপুরে তিতাস নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায় সে। টের পেয়ে স্বজনরা শিশুটিকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অাসলাম সিকদার এসব তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।