ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

সিলেট: সিলেট বিশ্বনাথ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেশনা বেগম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৮ আগস্ট) উপজেলার জানাইয়া গ্রামের একটি পোল্ট্রি ফার্মের বিদ্যুতের তারে জড়িয়ে এ ঘটনা ঘটে। রেশনা পার্শ্ববর্তী নোয়াগাঁও গ্রামের রানু মিয়ার মেয়ে।

স্থানীয়রা বাংলানিউজকে জানান, রেশনা তার নানার বাড়িতে বেড়াতে এসে বাড়ি পাশের রাস্তায় খেলা করার সময়

একটি কুকুর তাকে ধাওয়া করে। এ সময় কুকুরের ভয়ে পার্শ্ববর্তী ওই পোল্ট্রি ফার্মে আশ্রয় নিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুটির মৃত্যু হয়।  

বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাদল বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে পাঠিয়েছে।  

বাংলাদেশ সময়:  ১৬১২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
এনইউ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।