ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বগুড়ায় করতোয়ায় স্কুলছাত্রী নিখোঁজ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
বগুড়ায় করতোয়ায় স্কুলছাত্রী নিখোঁজ নদীর ঘাটে ছোট শিশুর খোঁজে স্বজনরা- ইনসেটে শিশু ভাবনা শিকদার- ছবি: আরিফ জাহান

বগুড়া: বগুড়ার শহরের করতোয়া নদীতে গোসল করতে গিয়ে স্কুল পড়ুয়া তৃতীয় শ্রেণির ছাত্রী ভাবনা শিকদার (৮) নিখোঁজ হয়েছে। 
বেলা ২টা নাগাদ বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার অভিযান অব্যাহত রাখলেও ওই ছাত্রীর সন্ধান মেলাতে পারেননি।  

নিখোঁজ ছাত্রী শহরের চেলোপাড়ার ব্যবসায়ী গৌতম শিকদার ও মন্দির ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নূপুর শিকদারের মেয়ে।

শুক্রবার (১৮ আগস্ট) বেলা অনুমান ১১টার দিকে গোসল করতে গিয়ে চেলোপাড়া সংলগ্ন জহুরুল পাড়া ঘাটে করতোয়া নদীতে স্কুল ছাত্রী ভাবনা শিকদার নিখোঁজ হয়।

বেলা ২টার দিকে শহরের নারুলী টাউন ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (টিএসআই) শফিকুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  
 
তিনি বলেন, নিখোঁজের খবর পাওয়ার পর বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা করতোয়া নদীর বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান শুরু করেন। তবে উদ্ধার অভিযান অব্যাহত থাকলেও এখন পর্যন্ত নিখোঁজ ছাত্রীর সন্ধান পাননি তারা।
 
এদিকে এ খবর ছড়িয়ে পড়ায় নদীপাড়ে ভিড় জমিয়েছেন বিপুল সংখ্যক জনতা। মা নূপুর শিকদার মেয়ের শোকে বারবার মূর্ছা যাচ্ছেন। তাকে স্বজনরা শান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু তার আর্তনাদ থামাতে পারছিলেন না কেউ।  

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
এমবিএইচ/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।