ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ডুবেছে রেল লাইন, ৬ কিলোমিটার পর্যন্ত চলাচল বন্ধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
ডুবেছে রেল লাইন, ৬ কিলোমিটার পর্যন্ত চলাচল বন্ধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ বাজার রেল স্টেশন থেকে গোয়ালন্দঘাট রেল স্টেশন পর্যন্ত লাইনে বন্যার পানি উঠায় ছয় কিলোমিটার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (১৮ আগস্ট) বিকেল পৌনে ৩টার দিকে রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার এসএম কামরুজ্জামান বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, রাজবাড়ীর গোয়ালন্দ বাজার রেল স্টেশন থেকে গোয়ালন্দঘাট রেল স্টেশন পর্যন্ত লাইনে বন্যার পানি উঠেছে।

এতে বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুর থেকে ওই ছয় কিলোমিটার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেল লাইনের ওপর থেকে পানি না নামা পর্যন্ত ওই ছয় কিলোমিটার রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।