ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শরীরে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
শরীরে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

রাজশাহী: রাজশাহী মহানগরীতে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে সিমা খাতুন (২৭) নামে এক গৃহবধূ আত্মহত্যার চেষ্টা করেছেন।

শুক্রবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর মুশরইল এলাকায় এ ঘটনা ঘটে। সিমা ওই এলাকার আলমগীর হোসেনের স্ত্রী।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বাংলানিউজকে জানান, পারিবারিক কলহের জের ধরে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সিমা তার শরীরে কেরোসিন ঢেলে আগুন দেয়। এতে তার শরীরের বেশিরভাগ অংশ দগ্ধ হয়। পরে শ্বশুরবাড়ির লোকজন সিমাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেছেন।

ওসি আমান উল্লাহ বলেন, সিমার অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে এ ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। ওই গৃহবধূ আত্মহত্যার চেষ্টা চালিয়েছিলেন, নাকি কেউ তার শরীরে আগুন দেওয়া হয়েছিলো তা তদন্ত করা হচ্ছে বলেও জানান বোয়ালিয়া থানার এ পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।