ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জয়পুরহাট সদরে উন্নতি, ক্ষেতলাল-আক্কেলপুরে অবনতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
জয়পুরহাট সদরে উন্নতি, ক্ষেতলাল-আক্কেলপুরে অবনতি জয়পুরহাটে সদর উন্নতি, ক্ষেতলাল-আক্কেলপুরে অবনতি

জয়পুরহাট: জয়পুরহাট সদরে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলায় অবনতি হয়েছে। এখনো জয়পুরহাট-বগুড়া মহাসড়কের বটতলী থেকে বানিয়াপা সড়ক পানির নিচে তলিয়ে আছে।

এদিকে, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার অন্তত ২০ হাজার হেক্টর আবাদী জমির ফসল পানির নিচে রয়েছে। এসব এলাকার হাজার হাজার মানুষ পানিবন্দি অবস্থায় আছেন।

এছাড়াও গো খাদ্যের চরম সংকট দেখা দেওয়ায় এসব এলাকার মানুষ তাদের গৃহপালিত পশুদের নিয়ে পড়েছেন বিপাকে।

জয়পুরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদরুজ্জেহা বাংলানিউজকে জানান, চারপাশে পানি প্রবেশ করায় জেলার ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে এবং দুইটিতে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।

জয়পুরহাট জেলা প্রশাসক মোকাম্মেল হক বাংলানিউজকে জানান, বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ইতোমধ্যে সরকারি ও বেসরকারিভাবে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করা শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
টিএ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ