ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাভারে দুই কিশোরকে কুপিয়ে জখম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
সাভারে দুই কিশোরকে কুপিয়ে জখম সাভারে দুই কিশোরকে কুপিয়ে জখম

সাভার (ঢাকা): শোক দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে সাভারে দুই কিশোরকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।

শুক্রবার (১৮ আগষ্ট) দুপুরে সাভার পৌর এলাকার তালবাগ মহল্লায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরে সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলায় শোক দিবসের আলোচনা চলছিলো।

সেখানে অংশগ্রহণের জন্য বেশ কয়েকজন কিশোর রিকশায় করে যাচ্ছিলো। এ সময় তারা তালবাগ এলাকায় পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা রাব্বী হোসেন ও ফয়সালকে কুপিয়ে জখম করে। পরে তাদের সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে পূর্বেকার কোনো বিরোধের জেরে এ ঘটনা ঘটতে থাকতে পারে।

স্থানীয়রা আহত দুই কিশোরকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ সময় এলাকাবাসী কয়েকজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সাতজনকে আটক করেছে। আহত রাব্বী হোসেন রাজমিস্ত্রির কাজ করেন ও ফয়সাল সাভারের ব্যাংক কলোনি কলেজেক্স স্কুলের দশম শ্রেণির ছাত্র বলে প্রথমিকভাবে জানা যায়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, কয়েকজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।