ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আনিসুল হকের শারীরিক অবস্থার উন্নতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
আনিসুল হকের শারীরিক অবস্থার উন্নতি মেয়র আনিসুল হক, (ফাইল ছবি)

ঢাকা: লন্ডনে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে এখনও নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে মেয়রের একান্ত সচিব এ কে এম মিজানুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, মেয়র এখনও নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে ভর্তি।

সেখানে আরও কিছু দিন থাকতে হবে। ইতোমধ্যে উন্নতি হয়েছে। চিকিৎসকরা তার উন্নতি লক্ষ্য করেছেন।

মেয়র আনিসুল মস্তিকের রক্তনালীতে প্রদাহজনিত রোগে ভুগছেন। দীর্ঘ দুই মাস ধরে অসুস্থতায় ছিলেন। গত ১৪ আগস্ট চেকআপ করাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। জ্ঞান হারিয়ে ফেলেন। চিকিৎসকদের ভাষায় এটাকে ব্রেইন মাইল্ড স্ট্রোক বলা হয়।

গত ২৯ জুলাই চিকিৎসার উদ্দেশ্যে সপরিবারে লন্ডন যান তিনি।
 
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
এসএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।