ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে পিকআপের ধাক্কায় পরিচ্ছন্নকর্মী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
রাজধানীতে পিকআপের ধাক্কায় পরিচ্ছন্নকর্মী নিহত

ঢাকা: রাজধানীর উত্তরায় পিকআপ ভ্যানের ধাক্কায় হায়াতুন্নেছা (৪৫) নামে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এক পরিচ্ছন্নকর্মী নিহত হয়েছেন।

তিনি ময়মনসিংহ কোতোয়ালী থানার বাবুখালী গ্রামের জায়েদ আলীর স্ত্রী।

শুক্রবার (১৮ আগস্ট) সকাল ৮টার দিকে উত্তরা ১নম্বর সেকশনের জসিমউদ্দিন রোডে এ দুর্ঘটনা ঘটে।

ডিএনসিসির কর্মকর্তা রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে ওই এলাকায় রাস্তা ঝাড়ু দেওয়ার সময় একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

তাংক্ষণিক তাকে উদ্ধার করে আগারগাঁও নিউরোসাইন্স ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মায়ের দুর্ঘটনার খবর শুনে হাসপাতালে ছুটে আসেন মেয়ে ফরিদা আক্তার। তিনি জানান, উত্তরা ৮নম্বর সেকশনের সোনালী ব্যাংকের পাশের একটি বস্তিতে থাকেন তারা। তারা এক ভাই দু’বোন। সকালে বাসা থেকে কাজে বের হওয়ার কিছুক্ষণ পর দুর্ঘটনার খবর শুনতে পান তিনি।

ঢামেক পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।