ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

স্বামীকে আটকে রেখে শ্রেণিকক্ষে শিক্ষিকাকে গণধর্ষণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
স্বামীকে আটকে রেখে শ্রেণিকক্ষে শিক্ষিকাকে গণধর্ষণ

বরগুনা: বরগুনার বেতাগীতে স্বামীকে আটকে রেখে প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকাকে শ্রেণিকক্ষে গণধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।

ছয়জনকে আসামি করে বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বেতাগী থানায় মামলাটি করেন ওই শিক্ষিকা।

শুক্রবার (১৮ আগস্ট) সকাল দশটার দিকে ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক।

মামলার আসামিরা হলেন- উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামের মো. হিরন বিশ্বাসের ছেলে সুমন বিশ্বাস (৩৫), আব্দুল বারেক মিয়ার ছেলে মো. রাসেল (২৪), আ. কুদ্দুস কাজীর ছেলে সুমন কাজী (৩০), মো. সুলতান হোসেনের ছেলে মো. রবিউল (১৮), আ. রহমানের ছেলে মো. হাসান (২৫) ও মো. আবদুর রহমান হাওলাদারের ছেলে মো. জুয়েল (৩০)।

মামলায় অভিযোগ করা হয়েছে, ওই শিক্ষকা ও তার স্বামী বৃহস্পতিবার ছুটির পরে বিদ্যালয়ে বসে কথা বলছিলেন। এ সময় আসামিরা ভেতরে ঢুকতে চাইলে ভয়ে স্কুলের প্রধান দরজায় তালা লাগিয়ে বন্ধ করে দেন শিক্ষিকা।

আসামিরা দরজা ভেঙে ভেতরে ঢুকে তার স্বামীকে এলোপাতাড়ি মারধর করে একটি শ্রেণিকক্ষে আটকে রাখেন। পরে অন্য একটি শ্রেণিকক্ষে স্কুল শিক্ষিকাকে পালাক্রমে ধর্ষণ করে চলে যান।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন-অর-রশিদ  বাংলানিউজকে জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।