ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন থেকে ফেনসিডিলসহ দু'জন আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন থেকে ফেনসিডিলসহ দু'জন আটক

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে অভিযান চালিয়ে ১৭০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। 

শুক্রবার (১৮ অাগস্ট) ভোরে আখাউড়া-ঢাকা রুটে চলাচলকারী ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন জেলার আখাউড়া উপজেলার দেবগ্রামের পূর্বপাড়ার কুদ্দুস ভূঁইয়ার ছেলে মো. সিজল (২২) ও পশ্চিমপাড়ার হাফেজ মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (৪০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, ভোর সাড়ে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেয় তিতাস কমিউটার ট্রেন। গোপন সংবাদের ভিত্তিতে এসময় ওই ট্রেনে অভিযান চালিয়ে পেছনের তিন নম্বর বগি থেকে ১৭০ বোতল ফেনসিডিলসহ সিজল ও জাহাঙ্গীরকে আটক করা হয়।  

তিনি আরও জানান, আটক দু’জনের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।