ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

রোববার পর্যন্ত ভিসা আবেদন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
রোববার পর্যন্ত ভিসা আবেদন হজযাত্রী, ছবি: বাংলানিউজ

ঢাকা: ভিসা জটিলতায় এখনও বহু হজযাত্রী ভিসা না পাওয়ায় রোববার (২০ আগস্ট) পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে।

রোববার পর্যন্ত মুসল্লিরা সৌদি আরবের ভিসা আবেদন করতে পারবেন।

হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম শুক্রবার (১৮ আগস্ট) সকালে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, যাদের এখনও ভিসা হয়নি তাদের শনিবারের মধ্যে ভিসা আবেদন করতে হবে।

তবে যদি কোনো কারণে কারো আবেদন বাকি থাকে তাহলে রোববারও আবেদন গ্রহণ করা হবে এবং ওইদিনই শেষ।

জানা যায়, এখনও প্রায় চার হাজারের মতো যাত্রীর ভিসা হয়নি। তাদের যাত্রা অনিশ্চিত! 

যদিও এখন পর্যন্ত ৯১৮ জন হজযাত্রীর ভিসা আবেদন বাকি রয়েছে বলে দাবি করেছেন ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন।

এদিকে পর্যাপ্ত যাত্রী না পাওয়া ও ভিসা জটিলতায় শুক্রবারও একটি হজ ফ্লাইট বাতিল হয়েছে। ক্রমেই বাতিলের তালিকা আরও দীর্ঘ হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭/আপডেট ১১২০ ঘণ্টা
এসআইজে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।