ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিবালয়ে বিপদসীমার ৭৪ সেন্টিমিটার উপরে যমুনার পানি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
শিবালয়ে বিপদসীমার ৭৪ সেন্টিমিটার উপরে যমুনার পানি শিবালয়ে বিপদসীমার ৭৪ সেন্টিমিটার উপরে যমুনার পানি-ছবি-বাংলানিউজ

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যমুনা নদীর আরিচা ঘাট পয়েন্টে বিপদসীমার ৭৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনার পানি। 

বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে শিবালয়ের আরিচা ঘাট পয়েন্টের দায়িত্বরত গেজ রিডার মো. ফারুক হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রতি তিন ঘণ্টা পর পর যমুনা নদীর পানি পরিমাপ করা হয়।

সেই হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার সময় পানি পরিমাপের ফলাফলে বিপদসীমার ৭৪ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামাল মোহাম্মদ রাশেদ বাংলানিউজকে জানান, যমুনা নদীর পানি শিবালয় উপজেলার তিনটি ইউনিয়নে প্রবেশ করেছে। এতে উপজেলার তিনটি ইউনিয়নের প্রায় চার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। খুব শীঘ্রই পানিবন্দি এসব মানুষের মধ্যে সরকারি ত্রাণ বরাদ্দ করা হবে।

জেলার হরিরামপুর, দৌলতপুর, সাটুরিয়া ও ঘিওর উপজেলার বেশ কয়েকটি গ্রামে বন্যার পানি প্রবেশ করেছে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধিরা।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad