ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ব্রিগেডিয়ার নাসিরই থাকছেন মমেক হাসপাতালের পরিচালক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
ব্রিগেডিয়ার নাসিরই থাকছেন মমেক হাসপাতালের পরিচালক

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের পরিচালক পদে বহাল থাকছেন ব্রিগেডিয়ার জেনারেল ডা. নাসির উদ্দিন আহমেদই। 

হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পারভেজ কবিরকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করায় তিনিই থাকছেন এ পদে।  

জানা যায়, পরিচালক হিসেবে মমেক হাসপাতালে যোগ দেওয়ার পর থেকেই ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন এখানে রোগীদের বিনামূল্যে শতভাগ ওষুধ প্রদান, খাবারের মানোন্নয়নসহ বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ নেন।

যা বেশ ভালোভাবে নিয়েছেন রোগী-স্বজনসহ ময়মনসিংহের সাধারণ মানুষও। সম্প্রতি তাকে অন্যত্র বদলি করা হয়। তার স্থলে নতুন দায়িত্ব পান ব্রিগেডিয়ার জেনারেল পারভেজ কবির।  

আর ব্রিগেডিয়ার নাসিরের বদলির খবরে স্থানীয়ভাবে মানববন্ধন ও  বিক্ষোভ মিছিল পর্যন্ত করেন সাধারণ নাগরিকরা।  

স্থানীয় লোকজনের দাবির প্রেক্ষিতে এক পর্যায়ে গত ১৯ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ব্রিগেডিয়ার জেনারেল নাসিরের বদলি প্রত্যাহারের দাবি জানিয়ে চিঠি দেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য ও বিরোধী দলের নেত্রী রওশন এরশাদ।  

এরপরই বুধবার (১৬ আগস্ট) নতুন পরিচালকের বদলি প্রত্যাহার বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।   

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
এমএএএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।