ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

করতোয়ার বাঁধে ধস, কাজ করছে সেনাবাহিনী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
করতোয়ার বাঁধে ধস, কাজ করছে সেনাবাহিনী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: বন্যার পানির প্রবল চাপে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার করতোয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১০০ মিটার ধসে যাওয়া বাঁধ রক্ষায় কাজ করছে সেনাবাহিনী।

মঙ্গলবার (১৫ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার করতোয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের রঘুনাথপুর পয়েন্টে এ ধস নামে।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাহাবুবুর রহমান বাংলানিউজকে জানান, ধসে যাওয়া বাঁধ রক্ষায় কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা।

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমতবে ধসে যাওয়া অংশ দ্রুত রক্ষা করা না গেলে উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।