ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাহাড় ধসে নিহতদের পরিবারের মধ্যে টিন-অর্থ সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
পাহাড় ধসে নিহতদের পরিবারের মধ্যে টিন-অর্থ সহায়তা

রাঙামাটি: রাঙামাটির কাউখালী উপজেলায় পাহাড় ধসে নিহত ১২ পরিবারকে দুই বান্ডিল টিন ও নগদ ৬ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের সহায়তায় এসব বিতরণ করা হয়।

উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কমল বরণ সাহা, ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগদীশ মাস্টার, বেতবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খইচাবাই তালুকদার, কলমপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যাজাই মারমা, ফটিকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ধনকুমার চাকমা প্রমুখ।

দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জেলা প্রশাসনের মাধ্যমে উপজেলা প্রশাসনের সহায়তায় এসব অর্থ ও সামগ্রী ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করা হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

চলিত বছরের ১৩ জুন উপজেলার চারটি ইউনিয়নে পাহাড় ধসে ২২জন মানুষ প্রাণ হারান।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
টিএ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।