ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পটুয়াখালীতে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
পটুয়াখালীতে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

পটুয়াখালী: পটুয়াখালী বাউফলের তাতেরকাঠী গ্রামে তহমিনা বেগম নামে এক নারীকে হত্যার ঘটনায় জালাল খন্দকার নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে পটুয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোস্তফা পাভেল রায়হান এ রায় দেন।  

আদালত সূত্র জানা গেছে, ২০১২ সালের ২০মে ওই গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে তহমিনাকে হত্যা করা হয়।

হত্যার পরেরদিন স্থানীয় রাজু মাস্টার বাড়ির সংলগ্ন পুকুরে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় বাউফল থানায় হত্যা মামলা করা হয়।

দীর্ঘ বিচারকার্য শেষে বৃহস্পতিবার আদালত মামলার আসামি জালাল খন্দকারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কমল দত্ত এবং আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট শংকর লাল কর্মকার।

বাংলা‌দেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।