ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কসবায় ১০৪ কেজি গাঁজাসহ পিকআপভ্যান আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
কসবায় ১০৪ কেজি গাঁজাসহ পিকআপভ্যান আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ১০৪ কেজি গাঁজাসহ একটি পিকআপভ্যান আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ৬০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সদস্যরা যৌথ অভিযান চালিয়ে উপজেলার পানিয়ারুপ গ্রাম থেকে এসব আটক করে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান বাংলানিউজকে জানান, দুপুরে পানিয়ারুপ মোড় এলাকায় যৌথ অভিযান চালানোর সময় গাঁজা ভর্তি পিকআপভ্যান ফেলে লোকজন পালিয়ে যায়।

পরে পিকআপভ্যান আটক করে তল্লাশি চালিয়ে ১০৪ কেজি গাঁজা জব্দ করা হয়।
 
এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।