ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

নদী অধিকার দিবসে বেরোবিতে বৈঠক

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
নদী অধিকার দিবসে বেরোবিতে বৈঠক নদী অধিকার দিবসে বেরোবিতে বৈঠক/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: বিশ্ব নদী অধিকার দিবস-২০১৭ উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ‘বন্যা পরিস্থিতি: আমাদের করণী’ শীর্ষক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রিভারাইন পিপলের আয়োজনে বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া ভবনে এ বৈঠকের অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষক ওমর ফারুকের সঞ্চালনায় ও রিভারাইন পিপলের পরিচালক ড. তুহিন ওয়াদুদের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন- অধ্যাপক শাহ আলম, ডা. মফিজুল ইসলাম মান্টু, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের বিভাগীয় প্রধান আপেল মাহমুদ ও স্বাত্তিক আল মারুফ।

বন্যা পরিস্থিতি মোকাবিলায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, আন্তর্জাতিক নিয়ম না মেনে ভারত ইচ্ছে মতো নদীর পানি সরিয়ে নিচ্ছে এবং বর্ষায় অতিরিক্ত পানি ছেড়ে দিচ্ছে। ফলে বাংলাদেশের উত্তরাঞ্চলসহ সারাদেশে দুর্ভোগের সৃষ্টি হচ্ছে।

এসময় অবিলম্বে পানি বন্টন নিয়ে ভারতের এমন আচরন বন্ধের দাবি জানান বক্তরা।

বাংলাদেশ সময়: ১৯৪৫, আগস্ট ১৭, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।