ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লৌহজংয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
লৌহজংয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ও লৌহজং উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ত্রাণ বিতরণ করা হয়।

লৌহজংয়ের গাওদিয়া ইউনিয়ন এলাকায় পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনির হোসেন এ ত্রাণ বিতরণ করেন।

তিনি বাংলানিউজকে জানান, বন্যায় পানিবন্দি মানুষের ১শ’ জনকে ৩০ কেজি করে চাল, ২০ জনকে নগদ ৫শ’ টাকা করে ও ১শ’ জনকে প্রয়োজনীয় ওষুধ দেয়া হয়েছে। এছাড়া এসব এলাকার বিলীন হয়ে যাওয়া ঘর-বাড়ির নির্মাণ সামগ্রী দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন- লৌহজং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন মো. জাকির হোসেন বেপারি, মো. সৈয়দ কামরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা খাতুন, গাওদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মিজানুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
টিএ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।