ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেনাপোল কাস্টমসে ১৪টি পিতলের মূর্তি জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
বেনাপোল কাস্টমসে ১৪টি পিতলের মূর্তি জব্দ বেনাপোল কাস্টমসে ১৪টি পিতলের মূর্তি জব্দ

বেনাপোল (যশোর): বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট কাস্টমসে ভারতে থেকে আসা এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে তল্লাশি চালিয়ে পিতলের ১৪টি কৃষ্ণ ও গৌর নিতাই মূর্তি জব্দ করেছে কাস্টমস সদস্যরা।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেল ৫টায় মূর্তিগুলো জব্দ করা হয়।

কাস্টমস সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জের যদুনাথ মন্ডলের ছেলে প্রান বাসী মন্ডল ভারত থেকে পাসপোর্ট যোগে ফিরছিল।

এ সময় কাস্টমসে তার ব্যাগ তল্লাশি করে আমদানি নিষিদ্ধ ১৪টি কৃষ্ণ ও গৌর নিতাই মূর্তি পাওয়া যায়।

বেনাপোল চেকপোস্ট কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মনির হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দ হওয়া মূর্তি বেনাপোল কাস্টমস আটক শাখায় জমা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
এজেডেইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।