ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাংবাদিক হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
সাংবাদিক হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি কারাগারে

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে সাংবাদিক আবুল কাশেম হত্যা চেষ্টার প্রধান আসামি মো. শামীমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ আদালত-১-এর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আ. ছালাম খান শামীমের জামিন না মুঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শামীম সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের কাশোরারচর গ্রামের লাল মিয়ার ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২০ জুন রাতে দৈনিক আজকের প্রভাতের জেলা প্রতিনিধি সাংবাদিক আবুল কাশেমের কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। পরে কাশেমকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করে। সেখানে দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় সাংবাদিক আবুল কাশেমের ছোট ভাই আল-আমিন বাদী হয়ে শামীমসহ আট জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এছাড়া শামীমের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন মামলাও বিচারাধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ‍আগস্ট ১৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।