ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাইবান্ধায় ২ শিশুসহ ৩ জনের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
গাইবান্ধায় ২ শিশুসহ ৩ জনের মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধায় বন্যার পানিতে ডুবে দুই শিশু ও বিদ্যুৎস্পষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) জেলার সুন্দরগঞ্জ উপজেলার বজরা কঞ্চিবাড়ি গ্রামে বন্যার পানিতে ডুবে সিফাত মিয়া ও সাদুল্যাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের আরাজি তরফ কামাল গ্রামে সাঈদের মৃত্যু হয়।

এছাড়া গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের পিয়ারাপুর গ্রামে মজিদা বেগম (৫১) নামে এক গৃহবধূ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে।

সিফাত সুন্দরগঞ্জ উপজেলার বজরা কঞ্চিবাড়ি গ্রামের জান্নাত আলীর ছেলে, সাঈদ সাদুল্যাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের আরাজি তরফ কামাল গ্রামের হেলাল মিয়ার ছেলে ও মজিদা সদর উপজেলার পিয়ারাপুর গ্রামের মমতাজ আলীর স্ত্রী।

রসুলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবিউল করিম দুলা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।