ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বদরগঞ্জে বন্যার্তদের পাশে রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবীরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
বদরগঞ্জে বন্যার্তদের পাশে রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবীরা বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ-ছবি-বাংলানিউজ

রংপুর: রংপুরের বদরগঞ্জে বানভাসী মানুষের পাশে এসে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবী সংগঠন। 

রংপুর-২ আসনের এমপি ডিউক চৌধুরী বদরগঞ্জ ও তারাগঞ্জে ত্রাণ দিয়েছেন। তিনি বলেন, সরকার বানভাসীদের জন্য যথেষ্ট পরিমাণ ত্রাণ দিচ্ছেন।

কেউ না খেয়ে থাকবে না।

বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বদরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটুর উদ্যোগে বদরগঞ্জ ও তারাগঞ্জে ত্রাণ দেওয়া হয়েছে।  

বদরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যক্ষ আসাদুজ্জামান চৌধুরি সাবলু বদরগঞ্জ ও তারাগঞ্জে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন।  

স্বেচ্ছাসেবী সংগঠন এফডাব্লিওএস-৯৩ বন্যাদুর্গত ১ হাজার মানুষের মধ্যে চাল, ডাল ও বিস্কুট বিতরণ করে। এসময় এফডাব্লিওএস-৯৩-এর সদস্য খোরশেদ আলম জানান, বানভাসী মানুষের জন্য ত্রাণ দেওয়া অব্যাহত থাকবে।
 
বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল হক জানান, এখন পর্যন্ত সরকারিভাবে ১৫ টন চাল, উপজেলা প্রশাসন থেকে ১১ টন চাল, শুকনো খাবার, ৫ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও স্যালাইন ২২ টি আশ্রয় কেন্দ্রে বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, ১৭ আগস্ট, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।