ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শুক্রবার দিনাজপুরে যাচ্ছেন ত্রাণমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
শুক্রবার দিনাজপুরে যাচ্ছেন ত্রাণমন্ত্রী

দিনাজপুর: শুক্রবার (১৮ আগস্ট) বন্যাকবলিত এলাকা দিনাজপুর পরিদর্শনে যাচ্ছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) জেলার খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ বিষয়টি বাংলানিউজকে জানান।

তিনি বলেন, শুক্রবার জেলার খানসামা উপজেলায় আসবেন ত্রাণমন্ত্রী।

এসময় তিনি স্থানীয় বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করবেন। পরিদর্শককালে তিনি বন্যাদুর্গত মানুষদের মাঝে ত্রাণ বিতরণ ও খোঁজ-খবর নিবেন।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার আগমন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান সহিদুজ্জামান শাহ।

পরিদর্শনকালে দুর্যোগ ও ত্রাণমন্ত্রীর সঙ্গে স্থানীয় সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ দলীয় নেতাকর্মীরা থাকবেন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।