ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাড়ে ৭ মাস কারাভোগের পর ২ বাংলাদেশিকে ফেরত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
সাড়ে ৭ মাস কারাভোগের পর ২ বাংলাদেশিকে ফেরত

শেরপুর: অবৈধভাবে প্রবেশের দায়ে সাড়ে ৭ মাস কারাভোগের পর ভারতে আটক হওয়া দুই বাংলাদেশি যুবককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেল ৪টার দিকে শেরপুরের নালিতাবাড়ী নাকুগাঁও স্থলবন্দর সীমান্ত চেকপোস্ট দিয়ে তাদের ফেরত দেয়া হয়।

তারা হলেন- পার্শ্ববর্তী জামালপুরের বকশিগঞ্জ উপজেলার বৈষ্ঠম গ্রামের বাবুল মিয়ার ছেলে সাজু মিয়া (২১) ও কর্নজোড়া গ্রামের জহুরু মিয়ার ছেলে রুবেল মিয়া (১৮)।

ইমিগ্রেশন সূত্র জানায়, গত বছরের ২৯ ডিসেম্বর জামালপুরের কর্নজোড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ওই দুই যুবক। পরে বিএসএফ-এর হাতে ধরা পড়লে তাদের ভারতীয় পুলিশে সোপর্দ করা হয়। এরপর ভারতের তুরা কারাগারে ৭ মাস ১৫ দিন কারাভোগ শেষে বৃহস্পতিবার তাদের দেশে ফিরিয়ে দেয়া হয়।

এসময় ভারতের পক্ষে কিল্লাপাড়া বিএসএফ ক্যাম্প কমান্ডার লোকেশ কুমার, পুলিশের উপ-পরদর্শক এসকে র্কাফি ও বাংলাদেশের পক্ষে বডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতিপাগার ক্যাম্প কমান্ডার আবুল কালাম ও নালিতাবাড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম, নাকুগাঁও ইমিগ্রেশনের কং আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
টিএ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।