ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
ময়মনসিংহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় স্ত্রী পাপিয়া আক্তারকে (২১) হত্যার দায়ে স্বামী মনিরুজ্জামানের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ আগষ্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হেলাল উদ্দিন এ রায় দেন।

মামলায় বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু বাংলানিউজকে বিষয় নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার ছফর আলীর মেয়ে পাপিয়ার সঙ্গে একই উপজেলার মৃত ইদ্রিছ আলীর ছেলে মনিরুজ্জামানের ২০০৯ সালে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর স্বামী যৌতুক দাবি করে। কিন্তু যৌতুক না দিলে স্ত্রী পাপিয়ার ওপর অমানসিক নির্যাতন শুরু করে।

পরে ২০১০ সালের ২৭ এপ্রিল পাপিয়াকে নির্যাতন করে হত্যা করে। পরদিন পাপিয়ার বাবা ছফর আলী ফুলবাড়ীয়া থানায় জামাতা মনিরুজ্জামান, তার মা মনোয়ারা বেগম এবং মনিরুজ্জামানের বন্ধু নজরুল ইসলামকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

আদালত দীর্ঘ শুনানি শেষে পাপিয়ার স্বামী মনিরুজ্জামানকে ফাঁসির আদেশ ও বন্ধু নজরুল ইসলামকে খালাস দেন।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
এমএএএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।