ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মেডিকেল টেকনোলজি কোর্স চালুর দাবিতে স্মারকলিপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
মেডিকেল টেকনোলজি কোর্স চালুর দাবিতে স্মারকলিপি

রাজশাহী: ডিপ্লোমা-ইন-মেডিকেল টেকনোলজি কোর্স চালুর দাবিতে রাজশাহী সিভিল সার্জনের মাধ্যমে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে স্মারকলিপি দেওয়া হয়েছে।

‘বাংলাদেশ হেলথ অ্যাসোসিয়েশন রাজশাহী জেলা’ শাখার ব্যানারে বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে এ স্মারকলিপি দেন জেলায় কর্মরত স্বাস্থ্য সহকারীরা

স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, কমিউনিটি হেলথ সার্ভিসে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি না থাকার কারণে দেশে কর্মরত স্বাস্থ্য সহকারীরা টেকনিক্যাল কাজ করলেও সেই স্কেলে বেতন পাচ্ছেন না। ২০১০ সালের ১৯ জুলাই এক সভায় ডিপ্লোমা কোর্স চালু করা যেতে পারে বলে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।

এরই ধারাবাহিকতায় ২০১৬ সালের ১০ নভেম্বর ডিপ্লোমা কোর্স চালুর নির্দেশনা দেয় সরকারের সংশ্লিষ্ট দফতর। তবে আমলাতান্ত্রিক জটিলতায় প্রায় ১০ মাস অতিবাহিত হলেও তা কার্যকর হয়নি।

এসময় উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ হেলথ অ্যাসোসিয়েশন’ রাজশাহী জেলা শাখার সভাপতি একরামুল হক, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সদস্য- সেতাউর রহমান, মোখলেসুর রহমান, নাসির হায়দার, একরামুল হক, ফারুক হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ