ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

আদিতমারীর গিরিধারী নদীতে নিখোঁজ রাখালের মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
আদিতমারীর গিরিধারী নদীতে নিখোঁজ রাখালের মরদেহ উদ্ধার

লালমনিরহাট: ভারত থেকে গরু আনতে গিয়ে লালমনিরহাটের আদিতমারী উপজেলার গিরিধারী নদীতে তলিয়ে নিখোঁজ বাংলাদেশি রাখাল সাজু মিয়ার (১৯) মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গিরিধারী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে বুধবার (১৬ আগস্ট) দিবাগত রাতে উপজেলার দুর্গাপুর সীমান্ত সংলগ্ন ৮২৫ নম্বর মূল পিলারের ১০ নম্বর সাব পিলারের গিরিধারী নদীতে এ দুর্ঘটনা ঘটে।

সাজু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নামাটারি গ্রামের মোক্তার আলীর ছেলে।

বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের দুর্গাপুর বিওপি ক্যাম্পের ইনচার্জ হাবিলদার সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, দুর্গাপুর সীমান্তের গিরিধারী নদী পথে বুধবার রাতে ভারত থেকে গরু আনতে যান সাজু। এসময় প্রবল স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন তিনি।

পরে বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অনুমতি সাপেক্ষে বৃহস্পতিবার সকাল থেকে গিরিধারী নদীতে নেমে তার সন্ধান চেষ্টা করেন স্থানীয়রা। অনেক খোঁজাখুঁজির পর বিকেল ৩টার দিকে ওই সীমান্তের নদী থেকে সাজুর মরদেহ উদ্ধার করা হয়।

** ভারত থেকে গরু আনতে গিয়ে সীমান্তে নিখোঁজ বাংলাদেশি

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।