ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেলকুচিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁত শ্রমিকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
বেলকুচিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁত শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম (৩০) নামে এক তাঁত শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোবারক হোসেন (২০) নামে আরও এক শ্রমিক।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে পৌর এলাকার শেরনগর জামান টেক্সটাইল মিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিকুল উপজেলার বড়ধুল ইউনিয়নের বিন্নাবাড়ী গ্রামের মৃত মনছের তালুকদারের ছেলে এবং আহত মোবারক পৌর এলাকার ক্ষিদ্রমাটিয়া গ্রামের নুর ইসলামের ছেলে।

বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাখাওয়াত হোসেন বাংলানিউজকে জানান, সকালে শেরনগরে জামান টেক্সটাইলের পাওয়ারলুম শ্রমিক শফিকুল ও মোবারক নিজেদের মেশিন চালাতে যান। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তারা।

এ অবস্থায় সহকর্মীরা তাদের উদ্ধার করে বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে শফিকুলের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় মোবারককে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।